Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:২৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৪

কুষ্টিয়া: ছাত্রী নির্যাতনের ঘটনা তদন্তে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কমিটির সদস্য সচিব আলিবুদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারে কাছে প্রতিবেদন জমা দেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, প্রতিবেদনে কী আছে তা এখনো গোপন রাখা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইস এম আলি হাসান বলেন, ‘প্রতিবেদন উচ্চ আদালতে পাঠিয়ে দেওয়া হবে। পরে বিশ্ববিদ্যালয় বিষয়টি পর্যালোচনা করবে।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত ১২ ফেব্রুয়ারি রাতে এক ছাত্রীকে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করার অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:
ইবিতে ঘটনার পর উধাও হয়ে যায় সিসিটিভি ফুটেজ
রাতে পিএস’কে অব্যাহতি, সকালে বাংলো ত্যাগ ইবি উপাচার্যের

 

সারাবাংলা/এমও

ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রী নির্যাতন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর