নিখোঁজের ৪দিন পর কাপ্তাই হ্রদে মিলল লাশ
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২
রাঙ্গামাটি: চারদিন ধরে নিখোঁজ থাকা মো. গিয়াস উদ্দিন নামের এক দিন মজুরের মরদেহ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাওয়া গেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শহরের রিজার্ভবাজার গীতাশ্রম কলোনী-মহসীন কলোনীর মধ্যবর্তী কাপ্তাই হ্রদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন গিয়াস উদ্দিন। পরিবারের সদস্যরা তার নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশকে জানিয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
স্থানীয়রা জানান, শহরের শহীদ আব্দুল আলী একাডেমির পেছনে কাপ্তাই হ্রদের তীরে গিয়াস উদ্দিন তার পরিবারের সঙ্গে থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি ‘মানসিক ভাসাম্যহীন’ ছিল। সেদিন মজুরের কাজ করতো। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ক্য লাহ্ চিং জানান, গিয়াস উদ্দিন চারদিন ধরে নিঁখোজ ছিলেন। আজ সকালে থানায় কাপ্তাই হ্রদে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে ওঠলে আমরা উদ্ধার করি। এরপর পরিবারের সদস্যরা তাকে চিহ্নিত করেছেন। উদ্ধার পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সারাবাংলা/ইআ