বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালকের মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৪
জয়পুরহাট: জয়পুরহাটে বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মাহফুজার রহমান (৪৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালাই উপজেলার ব্র্যাক অফিসের সামনে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন।
নিহত চালক উপজেলার পুনট ইউনিয়নের মাদাই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। আর আহত হয়েছেন আরিফুল ইসলাম (২৫) ও বাইসাইকেলের চালক পৌরসভার থুপসাড়া মহল্লার মুকুল হোসেন (৫০)।
ওসি এসএম মঈনুদ্দিন জানান, মোটরসাইকেল চালিয়ে মাহফুজার রহমান পুনট থেকে কালাই পৌর শহরে যাচ্ছিলেন। পথে ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একটি বাইসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি সড়কের উপরে ছিটকে পড়ে। এতে মাহফুজারসহ আহত হন তিন জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালককে মৃত ঘোষণা করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বলেও জানান ওসি।
সারাবাংলা/এমও