Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০২

চট্টগ্রাম ব্যুরো: ক্ষমতা দখলের জন্য বিএনপি আরেকটি ’১৫ আগস্ট’ ঘটাতে চায় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আরেকটি ১৫ আগস্ট ঘটানো সম্ভব নয়। বাংলাদেশ বদলে গেছে।’

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপিকে হুঁশিয়ার করে দিতে চাই- আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। আমরা বিএনপির কর্মসূচির কোনো পাল্টা কর্মসূচি দেইনি। আমরা শান্তি চাই, শৃঙ্খলা চাই। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য আমর কোনো অপশক্তিকে রাজপথে নামতে দিতে পারি না।’

সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসেনি। যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অরাজকতা ও নাশকতার পথ বেছে নিয়েছে, তারা ক্ষমতায় এসেছিল অসাংবিধানিক ও অবৈধপথে। তারা সংবিধান থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ভাবমূর্তি মুছে দিয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। ষড়যন্ত্রের কলকাঠি যেখান থেকেই নাড়া হোক না কেন জনগণ জানে, এই ষড়যন্ত্রকারীরা কখনো বাংলাদেশ চায়নি।’

নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন সহ-সভাপতি এড. সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী ও শ্রম সম্পাদক আব্দুল আহাদ।

বিজ্ঞাপন

এদিকে একই সময়ে নগরীর ইপিজেড চত্বর, কাপ্তাই রাস্তার মাথা, অক্সিজেন মোড়, অলঙ্কার চত্বরেও আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হয়েছে। এছাড়া কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট থেকে মিছিল বের হয়। নগরীর জিইসি মোড়ে গিয়ে তারা শান্তি সমাবেশ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবলীগের বিদায়ী আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘বিএনপি এখন চাচ্ছে লাশের রাজনীতি করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে। তারেক জিয়া চাচ্ছেন, বাংলাদেশে যাতে নির্বাচন না হয়। কারণ তিনি মানিল্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। এই বিএনপিকে রাজপথে প্রতিহত করতে হবে।’

যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত হোসেন স্বপন, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, কাজী মুজিবুর রহমান, এস এম সাঈদ সুমন, শহিদুল ইসলাম শামীম, নাসের তালুকদার, আবদুল আজিম, খোকন চন্দ্র তাঁতি, সনত বড়ুয়া, আবু বক্কর সিদ্দিক, আলমগীর আলম, আজিজ উদ্দিন, সাহেদুল ইসলাম সাহেদ, কফিল উদ্দিন, আফতাব উদ্দিন রুবেল, আবদুল আজিজ, মান্না বিশ্বাস, আবুল কালাম আবু, শওকত আলী, আবুল বশর ও শফিকুল হাসান রিপন এসময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এনএস

আ জ ম নাছির উদ্দীন আওয়ামী লীগ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর