Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে মগ লিবারেশন পার্টির ৫ জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৪

খাগড়াছড়ি: অভিযান চালিয়ে মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী। মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সীমান্তবর্তী অনগ্রসর জনপদ দুইল্যাছড়ি ও বটতলীর গহীন অরণ্যে শনিবার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ জব্দ হয়েছে।

আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি একে ৪৭ একটি, চারটি মর্টার, রাইফেল একটি, ইউনিফর্ম একটি, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল একটি, ছয়টি মোবাইল সেট, ওয়াকিটকি দুইটি।

বিজ্ঞাপন

পরে দুপুর সাড়ে ১২টায় আটকদের মানিকছড়ি সেনা ক্যাম্পে নেওয়া হয়।

ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার জানান, উপজেলার বটতলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/একে

খাগড়াছড়ি মগ লিবারেশন পার্টি