Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে ৪.১০ মাত্রার ভূ-কম্পন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:০৪

প্রতীকী ছবি

কক্সবাজার: জেলায় ৪ দশমিক ১০ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূ-কম্পনের উৎপত্তি স্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩৯ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়। কক্সবাজার আবহাওয়া অধিদফতরের আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকাল ৪টা ৩৯ মিনিটে মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে। যেটি ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে কক্সবাজারে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে।’

এ ভূমিকম্পের কারণে সংশ্লিষ্টদের কাছ থেকে এই পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

কক্সবাজার ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর