Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নীল‌বিষ শুভ্রা তোমার জন্য’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন


২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৯

গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, ছবি: সারাবাংলা

নারায়ণগঞ্জ: ক‌বি লায়ন সা‌লেহ আহ‌মেদের ‘নীল‌বিষ শুভ্রা তোমার জন্য’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শ‌নিবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে জেলার রূপগঞ্জে উপজেলার রূপসী এলাকার গাজী ভব‌নে কবিতার বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য হা‌বিবুর রহমান হা‌বিব।

অনুষ্ঠা‌নে অন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন— রূপগঞ্জ উপ‌জেলা মাধ্যমিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি আব্দুল আউয়াল মোল্লা, জাগ্রত সা‌হিত্য প‌রিষদ বাংলা‌দেশের পৃষ্ঠ‌পোষক লায়ন নাজনীন সুলতানা লুনা, নারায়ণগঞ্জ জেলা খেলাঘরের সভাপ‌তি জ‌হিরুল ইসলাম জ‌হির, রূপগঞ্জ উপ‌জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নারায়ণগঞ্জ ভি‌ক্টো‌রিয়া হাসপাতা‌লের ডা. গোলাম মোস্তফা, ক‌বি ও গী‌তিকার কামরুন নাহার শিপু, সোনারগাঁও খেলাঘরের সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, ক‌বি ও স‌া‌হি‌ত্যিক লায়ন হা‌সিনা সুলতানাসহ আরও অনেকে।

গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর