Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরায় সন্ত্রাসীদের গুলিতে ইউপির সাবেক সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩০

নরসিংদী: রায়পুরার বাঁশগাড়িতে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেঘনার শাখা পাগলা নদীর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. স্বপন মিয়া (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের মধ্যে দীর্ঘ বিরোধ রয়েছে। স্বপন মিয়া ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক। স্বপন মিয়ার বিরুদ্ধে হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় রায়পুরা থানায় ১২টি মামলা রয়েছে।

রায়পুরা থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, ‘বাঁশগাড়িতে একজন নিহতের খবর পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে, এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবো।’

সারাবাংলা/এমও

টপ নিউজ দুর্বৃত্তদের গুলি রায়পুরা সাবেক সদস্য

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর