বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, কেন্দ্রীয় নেতাসহ আটক ১৫
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৪ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৫
বাগেরহাট: বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে, সকালে বিএনপির পদযাত্রা কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শহরের মুনিগঞ্জের জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরাতন বাজার এলাকা থেকে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমকেও আটক করেছে পুলিশ।
এর আগে, সকাল ৯টার দিকে শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের মুনিগঞ্জের বাড়িতে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখান থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়।
আটকরা হলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমনসহ অনেকে।
সারাবাংলা/এমও