রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৬
রাঙ্গামাটি: জেলা শহরের বনরূপায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইযারুল রাব্বী (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বনরূপা ফরেস্ট রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ইযারুল বাসা থেকে বের হয়ে সে আর বাসায় ফেরেনি। ভোরে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত ইযারুল প্রায়ই রাতে বাসার বাইরে থাকতো। ধারণা করা হচ্ছে, কারও সঙ্গে বিবাদের কারণে তাকে হত্যা করা হয়েছে।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘গতকাল দুপুরে বাসা থেকে সে (রাব্বী) বের হয়, সারাদিন খোঁজ না পাওয়ায় মা রাত ১টায় ফোন করে কখন বাসায় ফিরবে জানতে চায়, তখন সে মাকে কী উত্তর দিয়েছিল সেটি এখনও জানা সম্ভব হয়নি। যতটুকু জেনেছি, ভোর পাঁচটার দিয়ে বনরূপায় কারও সঙ্গে তার ঝগড়া হয়। এরপর কবরস্থানের একটু আগেই তার মরদেহ পাওয়া যায়। কার সঙ্গে ঝগড়া হয়েছে সে তথ্য আমরা এখনো পাইনি।’
মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এমও