সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ শিবপুরের উপজেলা চেয়ারম্যান
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১১
নরসিংদী: শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত উপজেলা চেয়ারম্যানকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ ও পায়ে গুলি লেগেছে।
পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করে নিজ বাড়ি ফিরছিলেন হারুনুর রশিদ খান। এসময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় হারুনুর রশিদ খানের সমর্থকরা শিবপুর উপজেলার প্রধান সড়কগুলোতে অবরোধ সৃষ্টি করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, অপরাধীকে খুঁজে বের করতে পুলিশ তৎপর রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
সারাবাংলা/এমও