Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফটওয়্যার টেস্টিং খাতে অপার সম্ভাবনা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২

ঢাকা: পুরো বিশ্বে সফটওয়্যার টেস্টিং খাতে বিশাল বাজার রয়েছে। পাশাপাশি নিজেদের লোকাল মার্কেটে এই সেক্টরের অপার সম্ভাবনা রয়েছে। এজন্য দরকার দক্ষ জনবল। চলতি বছর দেশে সফটওয়্যার টেস্টিং খাতে রয়েছে বিপুল পরিমাণ দক্ষ মানুষের চাহিদা। এমন তথ্য উঠে এসেছে বেসিস সফটএক্সপো ২০২৩’র এক সেমিনারে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বাংলাদেশের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো’র প্রথমদিনের গোলটেবিল বৈঠকে খাত সংশ্লিষ্টরা এসব কথা বলেন। আলোচনার মূল বিষয়বস্তু ‌‌‘সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং: প্রসপেক্টস ইন আউটসোর্সিং অ্যান্ড অফশোরিং’। বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের চিফ অপারেটিং অফিসার কে এম হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী সচিব মোহাম্মদ নাবিদ সাইফুল্ল্যাহ।

খন্দকার আজিজুল ইসলাম বলেন, ‘করোনাকালীন সময়ে সফটওয়্যার খাতে বিপ্লব হয়েছে। সে সময় আমাদের ছেলে-মেয়েরা নিজেদের দক্ষতায় সুরক্ষা অ্যাপ তৈরি করে। এতে ১০ থেকে ১২ কোটি মানুষকে সহজে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে। নিজেরা সফটওয়্যার তৈরি করায় প্রায় দেড়শ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখন আমাদের সফটওয়্যারের কোয়ালিটির দিকে নজর দিতে হবে। আমরা যদি সফটওয়্যার রফতানি করতে চাই কোয়ালিটির বিকল্প নেই।’

বিজ্ঞাপন

সফটওয়্যার শিল্পের উন্নয়নের জন্য সরকার, ইন্ড্রাস্টি এবং একাডেমিয়ার একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে মোহাম্মদ নাবিদ সাইফুল্ল্যাহ বলেন, ‘স্মার্ট বাংলাদেশের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এক্ষেত্রে সফটওয়্যারের কোয়ালিটি ও টেস্টিংয়ের দিকে নজর দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে একটা কোর্স চালু করা প্রয়োজন।’

ড্যাফোডিল ফ্যামিলির গ্রুপ সিইও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের পরিচয় আউটসোর্সিংয়ের জন্য। নতুন পরিচয় হবে সফটওয়্যার টেস্টিংয়ের জন্য। এই সেক্টরে ৭০ বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে। বাংলাদেশও এই বিলিয়ন ডলারের বাজারের অংশীদার হতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বেসিস পরিচালক ও বেসিস জাপান ডেস্কের চেয়ারম্যান আহমেদুল ইসলাম বাবু, ব্রেইনস্টেশন ২৩ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাইসুল কবির ও বিজেআইটি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মেহেদী মাসুদ।

চার দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০২৩ চলবে আগামী রোববার পর্যন্ত। সব ধরনের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে এই আয়োজন। দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন সেজন্য বিশেষ শাটল বাস সেবার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট।

এবারের বেসিস সফটএক্সপোর প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে রবি, পাঠাও এবং ফাইবার অ্যাট হোম। এছাড়া ফাইভজি পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণফোন। আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় আয়োজিত এবারের বেসিস সফটএক্সপোর পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে দারাজ, বিডিজবস ডটকম ও ই-কুরিয়ার।

এবারের বেসিস সফটএক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। আগ্রহীরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট (https://softexpo.com.bd/) থেকে বিনামূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে অংশ নিতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/এনএস

সফটওয়্যার টেস্টিং