Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত এক, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২৮

চাঁপাইনবাবগঞ্জ: নাচোল উপজেলা লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ৫ জন আহত হযেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার টিকরামপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮)।

একই ঘটনায় আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর ইসলামপুর গ্রামের হুময়ুন কবির (৪৫) ও তার মেয়ে ফাতেমা খাতুন (১৬), একই এলাকার সালমা খাতুন (১৭) এবং টিকরামপুর মহল্লার নিহত মান্নানের মেয়ে মরিয়ম খাতুন (১৫) ও স্ত্রী সুলেখা খাতুন (৩৬)।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে আব্দুল মান্নান ও তার স্বজনরা একটি প্রাইভেটকারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাচোলে যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারের সামনে একটি চলন্ত ভ্যানগড়ির চাকা খুলে গেলে এই দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের সহায়তায় নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান দুর্ঘটনায় একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাইভেটকার এবং ভ্যানগাড়িটি ঘটনাস্থলেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে রয়েছে।

সারাবাংলা/এমও

চাঁপাইনবাবগঞ্জ নাচোল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর