স্কুল মাঠ দখলের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১২
ঠাকুরগাঁও: জেলার পৌর শহরের গবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রথম দেখাতেই মনে হবে এটি স্কুলের মাঠ নয়, যেন কোনো ঠিকারিদারী প্রতিষ্ঠানের ব্যবসা কেন্দ্র। ইট, পাথর ও গাড়ি রেখে মাঠের অর্ধেক জায়গা দখল করা হয়েছে। দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে স্কুলের মাঠ দখল করে ঠিকাদারী কাজ করার অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতা আরফান আলীর বিরুদ্ধে।
সরোজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়। ঠাকুরগাঁওয়ের পৌরশহরের রুহিয়া-আটোয়ারী সড়কের পাশেই গবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের মোট নিয়মিত শিক্ষার্থী ১৭৫-২০০ জন। বিদ্যালয়ের একটি ছোট খেলার মাঠ রয়েছে। সেই মাঠ দীর্ঘদিন ধরে দখল করে ঠিকাদারী মালামাল সরবরাহের স্থান বানিয়েছেন আরফান আলী।
স্কুলটির ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবকরা জানান, অবৈধভাবে স্কুলের গাছ কাটা, ট্রাক ঢুকিয়ে মাঠ নষ্ট ও গেটসহ স্কুলের স্থাপনা ভেঙেছেন আওয়ামী লীগ নেতা আরফান আলী। এতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মাঠে খেলতে গিয়ে ইট-পাথরের সঙ্গে আঘাত লেগে শিশু শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার জানিয়েও এ বিষয়ে কোনো সমাধান মিলছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ‘বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, ইট যদি মাথায় পড়ে কেউ আহত হয়? আমরা গরিব মানুষ চিকিৎসার টাকা পাব কোথায়? এজন্য সব সময় ভয়ে থাকাতে হয়।’
শিশু শিক্ষার্থীরা জানায়, স্কুল মাঠে গাড়ি এবং ইট থাকার কারণে তারা খেলতে পারছে না। ইটের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে হাতে-পাঁয়ে আঘাত পাচ্ছে তারা। শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথার কারণে খেলতে পারছে না। অনেক ব্যাথার কারণে স্কুলেও আসতে পারছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম বলেন, ‘মাঠের অর্ধেক অংশ প্রায় দখল করে ফেলেছেন আরফান আলী। মূল ফটকের দরজা ভেঙে ফেলেছেন, অবৈধভাবে গাছ কেটে ফেলেছেন। আমরা বললেও তিনি কোনোভাবেই শুনছেন না।’
স্কুলটি ব্যবস্থাপনা কমিটির সদস্য পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘এসে দেখি মাঠে ইটের স্তুপ করে রেখেছেন আরফান আলী। আমরা তাকে মৌখিকভাবে বলেছি। এখন এসব জিনিস সরিয়ে না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।‘
স্কুল কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘মাঠের মধ্যে গাড়ি, ইট এবং পাথর থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে।’
এসব অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আরফান আলী বলেন, ‘পাশে আমার মিল-চাতাল রয়েছে। সেখানে কাজের সুবিধার্থে মালগুলো রাখা হয়েছে। বলার পরে এসব মালামাল সরিয়ে ফেলা হচ্ছে।’
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোমলমতি শিশুদের ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সারাবাংলা/এনএস