চট্টগ্রামে যমুনা ব্যাংকের দু’টি উপশাখা উদ্বোধন
সারাবাংলা ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৭
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪৭ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৩৭
ঢাকা: আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক বন্দর নগরী চট্টগ্রামে ‘কালা বিবি দিঘীর মোড় উপশাখা’ ও ‘লয়েল রোড উপশাখা’ দু’টির উদ্বোধন করে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ।
ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, মো. সাইদুল ইসলাম ও মো. রেদোয়ান-উল করিম আনসারী।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকতা, চট্টগ্রাম জোনের শাখাসমূহের শাখা-প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক গ্রাহক।
সারাবাংলা/এমও