Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়?— প্রশ্ন কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৩

ঢাকা: খালেদা জিয়ার রাজনীতি করার সুযোগ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অসুস্থ থাকায় মানবিক কারণে তার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। অসুস্থ না হলে তিনি থাকতেন কারাগারে। তাহলে তার রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তির রাজনীতি করার সুযোগ কোথায়? দণ্ডিত ব্যক্তি তো জেলে থাকবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনি কি দণ্ডাদেশ থেকে মুক্তি পেয়েছেন? তিনি যে দণ্ডিত তিনি কি মুক্তি পেয়েছেন? যেটুকু পেয়েছেন সেটা মানবিক কারণে। শেখ হাসিনার উদারতার জন্য এটা হয়েছে। মানবিক কারণ কেন? কারণ, তিনি অসুস্থ।’ আর দণ্ডিত ব্যাপারে তাদের সন্দেহ না থাকলে তারা ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সরকারি দল কেন সংঘাতের উসকানি দেবে? এতে সরকারি দলের ক্ষতি। আমরা চাইব, শান্তিপূর্ণভাবে দেশ চালাতে। আমাদের ক্ষমতার জন্যই স্ট্যাবিলিটি চাই। এখানে অশান্তি সৃষ্টি করে আমাদের লাভ নেই, ক্ষতি। এ ক্ষতি কেন আমরা গায়ে পড়ে ডেকে আনব? সত্যি কথা বলতে কি বিএনপির রাজনীতির আকাশ মেঘে ঢাকা। তারা পথ হারিয়ে চারদিকে অন্ধকার দেখছে। তারা দিশেহারা হয়ে অন্ধকার দেখছে। আবোল-তাবোল তারা বলতে পারে। কিন্তু আষাঢ়ে তর্জন-গর্জন সার।’

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির কর্মসূচি থাকলে আমরা কর্মসূচিতে থাকব না, এটা কোন ধরনের গণতন্ত্র? গণতন্ত্র তো প্রতিযোগিতার ব্যাপার। আমরা তো প্রতিযোগিতা চাই। আন্দোলনেও প্রতিযোগিতা চাই, রাজনীতিতেও কমপিটিশন চাই, নির্বাচনেও কমপিটিশন চাই।’

তিনি বলেন, ‘এখন আমাদের নেত্রী যে বিয়ষটা জোর দিয়েছেন, সেটা হলো জনসংযোগ এবং দেশব্যাপী সদস্য সংগ্রহ অভিযান। পাশাপাশি আমাদের মেয়াদোত্তীর্ণ সম্মেলনগুলোর কাজও চলতে থাকবে।’

সংশ্লিষ্ট সবাইকে পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দলের জেনারেল সেক্রেটারি হিসেবে আপনাদের কাছে বলার অধিকার আমার আছে। আমি এটাই বলবই। আমি কারও প্রতি কোনো রাগ-বিরাগ থেকে বলছি না। আমি বলছি দলের স্বার্থে।’ আসন্ন রোজার আগে কমিটিগুলো পূর্ণাঙ্গ করার নির্দেশ দেন ওবায়দুল কাদের।

যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদসহ মহানগর ও সহযোগী সংগঠনের সভাপতি- সাধারণ সম্পাদকরা।

সারাবাংলা/এনআর/পিটিএম

আওয়ামী লীগ ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর