Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ: স্ত্রীসহ সাবেক সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৭

ঢাকা: আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সাব রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী মোসা. মারজাহান বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সংস্থাটি উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ন্যায্যমূল্য আহসান গাজী বাদী হয়ে মামলাটি করেন।

কমিশন সূত্রে জানা যায়, মারজাহান বেগম ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩৭টি দলিল মূলে (ক্রয়, দানপত্র এবং হেবা দলিল) মোট ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৯৫৬ টাকার স্থাবর এবং ৩ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৬০০ টাকার অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। যার মূল্য ১১ কোটি ৯০ লাখ ৮৮ হাজার ৫৫৬ টাকা। তবে কমিশনের অনুসন্ধানে মারজাহান বেগমের আয়কর নথি ও আয়ের উৎস সংক্রান্ত রেকর্ডপত্র পর্যালোচনায় গরুর খামার, মৎস্য চাষ ও অন্যান্য ব্যবসা খাতে আয় ও ব্যয় বাদ দিলে ৮ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭৩৭ টাকার সম্পদের বৈধ আয়ের উৎস বা দালিলিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সাবেক সাব রেজিস্ট্রার মোসারফ হোসেন তার চাকরি জীবনের উপার্জিত অবৈধ আয় দিয়ে স্ত্রীর নামে এমন অঢেল সম্পদ করেছেন। যে কারণে স্ত্রীকে প্রধান আসামি ও তাকে সহযোগী আসামি করা হয়েছে।

সারাবাংলা/এসজে/ইআ

অবৈধ সম্পদ অর্জন টপ নিউজ দুদকের মামলা দুর্নীতি দমন কমিশন (দুদক) সাব রেজিস্ট্রার

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর