Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশায় বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৫৩

ফাইল ছবি

বগুড়া: জেলার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় মা ও শিশুসহ পাঁচজন অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুজাবাদ দহপাড়া এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— অটোরিকশা চালক হযরত আলী (৩০), যাত্রী গোলাম রব্বানী বাদশা (৬৩), শাহানা (৩০) ও তার কন্যা কেয়ামনি (৭)। এছাড়া অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। আজ বিকাল পর্যন্ত পুলিশ তার পরিচয় নিশ্চিত হতে পারেনি।

বিজ্ঞাপন

পুলিশ ও ফায়ার সর্ভিস জানায়, দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া বাইপাস সড়কের বাগবাড়ি সড়কের প্রবেশের মোড় এলাকায় এলাকায় দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। স্বদেশ ট্রাভেলস নামে বাসটি গাইবান্ধা থেকে থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে অটোরিকশাটি যাত্রী নিয়ে গাবতলী উপজেলার বাগবাড়ি যাচ্ছিল। পথে মুখোমুখি সংঘর্ষের পর অটোরিকশাটিকে দুর্ঘটনাস্থল থেকে টেনে সুজাবাদ দহপাড়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের কাছে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক ও এক নারীসহ চারজন মারা যান এবং এক শিশু আহত হয়।

ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল জানান, দুর্ঘটনার পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। শিশুটিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

বিজ্ঞাপন

তবে পুলিশ জানিয়েছে, কীভাবে বাসে আগুন লেগেছে সে বিষয়টি তারা নিশ্চিত নন। দুর্ঘটনায় আহত শিশুটির নাম কেয়ামনি। দুপুর দেড়টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তার মা শাহানা ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াছমিন। তিনি বলেন,‘নিহতদের দাফনের জন্য ভুক্তভোগী প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ বগুড়া বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর