Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনভূমির দখল উচ্ছেদে কার্যক্রম জোরদারের নির্দেশ মন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৯

ঢাকা: বনভূমির অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম জোরদারে বন অধিদফতরের প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘দেশব্যাপী বনভূমির অবৈধ দখল উচ্ছেদে যথাযথ আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখতে হবে।’

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় পরিবেশ মন্ত্রী এই নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বনমন্ত্রী এসময় ডুলাহাজারা ও গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্যপ্রাণীদের যথাযথভাবে দেখাশোনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘কোনো প্রাণী অসুস্থ হলে বিশেষজ্ঞ প্রাণি চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারণা জোরদার করতে হবে। এছাড়া বায়ুদূষণ রোধে চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। সব উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’

সভায় মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ডক্টর আবদুল হামিদ এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ বিভিন্ন দফতরের প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

উচ্ছেদ কার্যক্রম পরিবেশ বন ও জলবায়ু বনভূমির দখল