কাটা পড়েছে গ্রামীণফোনের ফাইবার অপটিক ক্যাবল, নেটওয়ার্কে সমস্যা
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৭
ঢাকা: দেশের বৃহত্তর মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ফাইবার অপটিক ক্যাবল কাটা পড়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণফোনের মোবাইল নেটওয়ার্ক সমস্যা দেখা দিয়েছে।
অন্য অপারেটরের মোবাইল থেকেও গ্রামীণ অপারেটরের নম্বরে কল দিতে সমস্যা হচ্ছে। গ্রামীণফোনের মোবাইল ইন্টারনেটও কাজ করছে না। নেটওয়ার্কে সাইন ক্রস দেখাচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে এই অভিযোগ পাওয়া যাচ্ছে।
চট্টগ্রামেও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মোবাইল ফোনে কল যাচ্ছে না, ইন্টারনেটও চালু নেই।
গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, ‘ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
জানা গেছে, সড়ক মেরামতের সময় সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের তিন জায়গায় গ্রামীণফোনের অপটিক্যাল ফাইবার কেবল কাটা গেছে।
পরে দুপুর ২টার দিকে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ জানায় তাদের অপারেটরের নেটওয়ার্ক সচল হয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এমও