রুদ্রপুর সীমান্তে ৪ কোটি টাকার সোনাসহ দুই পাচারকারী আটক
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৭
বেনাপোল: ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিস সোনার বার, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেলসহ দুই সোনা পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারের সময় শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- শার্শা উপজেলার আমলাই গ্রামের ইয়াকুব আলী ও একই উপজেলার গোপালপুর গ্রামের আতিয়ার। গতকাল বুধবার দুপুরে সোনার এই চালানটি জব্দ করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাদা রংয়ের একটি প্রিমিও প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের গতিরোধ করতে বলা হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে লুকিয়ে রাখা ৪ কেজি ৮৯ গ্রাম ওজনের ৩৫ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা। আটক আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান খুলনা-২১ বিজিবি’র এই কর্মকর্তা।
সারাবাংলা/এমও