Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় মুখোশধারীর গুলিতে রোহিঙ্গা নেতা গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৪১ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৫

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় মোহাম্মদ সেলিম নামে রোহিঙ্গাদের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। ‘আধিপত্য বিস্তার’কে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে উখিয়া উপজেলার কুতুপালং-৫ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকে এ ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ মোহাম্মদ সেলিম (২৮) উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে। তিনি ক্যাম্পটির সি-ব্লকের ব্যবস্থাপনায় নিয়োজিত সাব-মাঝি (সহকারী কমিউনিটি নেতা ) হিসেবে দায়িত্বরত।

তাকে উদ্ধারের পর প্রথমে কুতুপালং আশ্রয় শিবিরসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমও

উখিয়া গুলিবিদ্ধ টপ নিউজ রোহিঙ্গা নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর