ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার
স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৪
২২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৪
ঢাকা: এখন থেকে কোন ঘোষণা ছাড়াই সেবাখাতের আয় করা ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে এটি ছিল ১০ হাজার ইউএস ডলার।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংকান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য কোনো মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন। এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।
সারাবাংলা/জিএস/পিটিএম