ট্রাক স্ট্যান্ড খুঁজতে কমিটি, সড়কে থাকবে না গাড়ি
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১৯
ঢাকা: রাজধানীর তেজগাঁও সাতরাস্তার ট্রাক স্ট্যান্ড সড়কের ওপর থেকে সরিয়ে ফেলতে নানান উদ্যোগ নেওয়া হলেও কোনো কাজে আসেনি। প্রয়াত মেয়র আনিসুল হক সড়ক থেকে ট্রাক স্ট্যান্ড সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করার বছর দুইয়েক পরই আবার সড়কে যান চলাচল আটকে যায়। সড়ক দখল হয়ে যায় ট্রাকে, কাভার্ড ভ্যান আর লেগুনায়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে ওই সড়কের ওপর থেকে ট্রাক স্ট্যান্ড সরাতে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সভাপতি ও ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফিক, ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন মজুমদার, ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান ভূইয়া, তেজগাঁও থানার ওসি, উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজাসহ অনেকে উপস্থিত ছিলেন।
ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতাকর্মীদের উদ্দেশে মেয়র আতিক বলেন, ‘আপনার চাইলেও সড়কে কোনো গাড়ি রাখতে পারবেন না। আপনারা আমার কথা শুনলে, আমিও আপনাদের কথা শুনব। রাস্তায় ট্রাক রেখে চলে গেছে অনেকে। এখানে টম অ্যান্ড জেরি খেলা চলছে। আমাদের আসতে দেখে চালকরা ট্রাক রেখে চলে যাচ্ছে। এটি চলতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘রিকশার জন্য আলাদা লাইন করা হচ্ছে। ফুটপাতে কোনো ট্রাক রাখা যাবে না। সড়ক আরও টেকসই ও সুন্দর কীভাবে করা যায় তা আমরা দেখছি। সাতরাস্তা থেকে কারওয়ান বাজারের এই রাস্তা ট্রাক, লেগুনা ও কাভার্ডভ্যান মুক্ত করতে যা যা করা দরকার তা করা হবে।’
পরে সড়কে থাকা ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে সরিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানের পর মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা বলেন মেয়র আতিকুল। কমিটিতে মালিক সমিতি, শ্রমিক সমিতি, পুলিশ, সিটি করপোরেশনের প্রতিনিধিরা থাকবেন। কমিটি মাসে তিন থেকে চারটি মিটিং করবে। তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে বসা হবে। এছাড়া আগামী ১ মার্চ রাস্তায় বাস দাঁড়াতে পারবে না মর্মে বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠানের কথাও জানান মেয়র।
কমিটির কাজ:
১. ট্রাকের রাস্তা খালি রাখতে হবে (লেগুনাও থাকতে পারবে না)।
২. ট্রাক রাখার জায়গা খুঁজবে।
৩. রাস্তা সোজা করতে হবে।
৪. পরিত্যক্ত টিএনটি মাঠের জন্য রেলমন্ত্রীর সঙ্গে বসা হবে।
উত্তর সিটি করপোরেশনের সিইও সেলিম রেজা বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে সিদ্ধান্ত নেওয়া হল এখানে কোনো লেগুনা থাকবে না। রাস্তার ওপর প্রয়োজনে তিনতলা ট্রাক স্ট্যান্ড করা হবে।
বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনির বলেন, ‘এ ট্রাক স্ট্যান্ডে সাড়ে তিন থেকে চার হাজার রাখা যায়, আর ২৪ ঘণ্টায় আট থেকে দশ হাজার ট্রাক ঢাকায় আসে। এসব ট্রাকের যাওয়ার জায়গা না থাকায় বাধ্য হয়ে এখানে থাকে। কিন্তু আজ থেকে তারা এখানে আর একটাও ট্রাক রাখতে দেবেন না।’
ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি হাজী তোফাজ্জল মজুমদার বলেন, ‘আজ থেকে রাস্তায় ট্রাক কাভার্ড ভ্যান ও লেগুনা দাঁড়াবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে যাবে। গাড়ি নেওয়ার পর তিন সংগঠনের কেউ সুপারিশ করবে না।’
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, পুরো ট্রাক স্ট্যান্ডই কাভার্ড ভ্যান, পিকআপে পরিপূর্ণ। ফলে কিছু ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিল। মেয়র থাকাকালীন সময়েও কিছু ট্রাক সরেনি। এমনকি মেয়র চলে যাওয়ার পরে আরও একটি দুটি করে ট্রাক এসে দাঁড়াতে থাকে রাস্তায়।
সারাবাংলা/আরএফ/ইউজে/এনএস