Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন ২৭ এপ্রিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৭

ঢাকা: চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) একটানা ভোট গ্রহণ হবে। তবে কেন্দ্রে কোনো সিসি ক্যামেরা থাকবে না।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির ১৫তম কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম উপ নির্বচনের তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ, প্রার্থীতা যাচাই বাছাই আগামী ২৯ মার্চ। মনোনয়নপত্র আবেদন প্রত্যাহারের শেষ দিন ৫ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৬ এপ্রিল এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার)। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এরপর আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সারাবাংলা/জিএস/ইআ

উপ-নির্বাচন চট্টগ্রাম-৮ টপ নিউজ তফসিল ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর