একুশ বাঙালি জাতির জাগরণের নাম, অহংকারের প্রতীক
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, একুশ বাঙালি জাতির জাগরণের নাম, আমাদের গর্ব ও অহংকারের প্রতীক। বাঙালি জাতিসত্ত্বার অস্তিত্ব রক্ষার প্রথম সংগ্রাম। ৫২’ এর ভাষা আন্দোলনের পথ ধরে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি খুঁজে পায় স্বাধীনতার স্বাদ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য। সভায় সভাপতিত্ব করেন তিনি।
উপাচার্য বলেন, ‘পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই নিজেদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছিল। তাদের সে ত্যাগ বৃথা যায়নি। আমাদের ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। বিশ্ব দরবারে বাংলা ভাষার অবস্থান অধিকতর সুদৃঢ় করতে হলে প্রজন্মের সন্তানদের বাংলা ভাষার এই গৌরবের ইতিহাস ধারণ, লালন ও চর্চার মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।’
এর আগে, সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে চবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চবি শিক্ষক সমিতি, অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর ও সহকারী প্রক্টর, চবি বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল), বিভিন্ন বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালক, অফিসার সমিতি, চবি ক্লাব (ক্যাম্পাস), চবি মহিলা সংসদ, সমন্বয় কর্মকর্তা বিএনসিসি, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করে। পুস্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে উপাচার্যের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যালি শুরু হয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আলোচনা সভায় ‘বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন ও বাংলা ভাষা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবি নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ। স্বাগত বক্তব্য রাখেন চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহীদুল ইসলাম।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য প্রফেসর ড. মো. দানেশ মিয়া, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, চবি অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী, চবি কর্মচারী সমিতির সভাপতি মো সুমন মামুন ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবুদ দাউদ মুহাম্মদ মামুন, পবিত্র গীতা থেকে পাঠ করেন চবি সংস্কৃত বিভাগের সভাপতি রাজপতি দাশ, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন চবি পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া ও পবিত্র বাইবেল থেকে পাঠ করেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক জেসী ডেইজী মারাক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, শিক্ষক সমিতি, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালক, শিক্ষক, প্রক্টর ও সহকারী প্রক্টর, অফিস প্রধান, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন, চবি সাংবাদিক সমিতি, শিক্ষার্থীবৃন্দ, বিশ্বিবদ্যালয় পরিবারের সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে ভাষা আন্দোলনের বীর শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিজ নিজ উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।
সারাবাংলা/সিসি/একে