নোম্যান্স ল্যান্ডে ভাষাপ্রেমীদের মিলন মেলা
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৬ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:১০
বেনাপোল (যশোর): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোলের নোম্যান্সল্যান্ডে বসেছে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমীদের মিলন মেলা। ভৌগলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে দুই দেশের মানুষ একই মঞ্চে তুলে ধরেন বাংলা ভাষার জয়গান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। এরপর মিষ্টি বিতরণ, আলোচনা আর গানে গানে মেতে ওঠে দুই বাংলার মানুষ। উভয় দেশের জনপ্রতিনিধিরা বলেন, সৌহার্দ্য ও সম্প্রীতির কথা।
এ অনুষ্ঠানকে ঘিরে ভারত ও বাংলাদেশের হাজার হাজার ভাষাপ্রেমী জড়ো হন। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এ অনুষ্ঠানে। দুই দেশের জাতীয় পতাকা, নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, আর ফুল দিয়ে সাজানো হয় নোম্যান্সল্যান্ড এলাকা। দুই বাংলার মানুষের এ মিলন মেলায় উভয় দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে উৎসাহের আমেজ সৃষ্টি হয়। প্রতি বছরই দুই বাংলার সীমান্তবর্তী দুই অংশের বাসিন্দারা একসঙ্গে মিলিত হয়ে দিবসটি পালন করেন। তখন দুই দেশের সীমান্তের মধ্যবর্তী ওই স্থানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সব ভেদাভেদ ভুলে একে অপরকে আলিঙ্গন করেন। দুই দেশের জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ দিবসটি উদযাপন করে।
মঙ্গলবার ৯টায় বিধায়ক বিশ্বজিৎ দাস, বিধায়ক শ্রীমতি বীনা মণ্ডল, বনগাঁও পৌরপ্রধান শ্রী গোপাল শেড, সাবেক সংসদ মমতা ঠাকুরের নেতৃত্বে ভারত থেকে আসা শতশত বাংলাভাষী মানুষ বাংলাদেশিদের ফুলের পাঁপড়ি ছিটিয়ে ও মিষ্টি দিয়ে বরণ করে নেয় একে অপরকে। নোমান্সল্যান্ডে অস্থায়ী বেদীতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান উভয় দেশের জনপ্রতিনিধিসহ সরকারি কর্মকর্তারা।
এসময় বাংলাদেশ সরকারের স্থানীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ ১৯৪৮ সাল থেকে শুরু হয়েছিল এই ভাষা আন্দোলন। ৫২ এরর ভাষা সংগ্রামের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আর এই স্বাধীনতা সংগ্রামে ভারতের জনগণ ও সরকার আমাদের পাশে দাঁড়িয়েছিল। স্বাধীনতা যুদ্ধে ভারতের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক, নাড়ির সম্পর্ক। সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহমেদ হাসান জামিল।
সারাবাংলা/এনএস