নাটোরে শুরু হয়েছে ব্যতিক্রম ‘পথ বইমেলা’
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৮
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪৮
নাটোর: লেখক, পাঠক বই, একত্রিত হই’ এই স্লোগান নিয়ে নাটোরে শুরু হয়েছে দিনব্যাপী ব্যতিক্রম পথ বইমেলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে পথ বইমেলার জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করা হয়। স্থানীয় দৈনিক প্রান্তজনের আয়োজনে শহরের কানাইখালি এলাকায় এই আয়োজন কেরা হয়েছে।
দৈনিক প্রান্তজনের সম্পাদক সাজেদুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন- কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান ও অন্য নেতারা।
এবারের পথ বই মেলায় নাটোরের অন্তত শতাধিক কবি-লেখকের নতুন বই প্রকাশিত হয়েছে। এছাড়া মেলায় সারা দেশের শতাধিক লেখকের বই স্থান পেয়েছে। দিনব্যাপী পথ বই মেলায় কবিতা পাঠসহ নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।
সারাবাংলা/এমও