একুশ আর একাত্তরের চেতনা একই: সেতুমন্ত্রী
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৯
ঢাকা: একুশ আর একাত্তরের চেতনা একই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১৫ মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘একুশ আর একাত্তরের চেতনা একই। যারা একুশের চেতনায় বিশ্বাস করে না, তারা একাত্তরের চেতনায়ও বিশ্বাস করে না। সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী গোষ্ঠীর বিশ্বস্ত ঠিকানা ও পৃষ্ঠপোষক বিএনপি। এই অগ্নি সন্ত্রাসীদের রুখতে হবে।’
বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়া আশা ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এই দিনটি আমাদের জন্য গর্বের। ৩৫ কোটি মানুষের মায়ের ভাষা বাংলা ভাষা। অথচ এই ভাষা আজ পর্যন্ত জাতিসংঘের দাফতরিক ভাষার মর্যদা পায়নি। বিশ্বের অন্যতম সেরা ভাষা হিসেবে বাংলা ভাষা জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে— এই আশা আমরা করি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ কখনো একদলীয় শাসন কায়েম করেনি। ৭৫ এ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে যে দল গঠন করা হয়েছে, সেটি একদল নয়। সেটি জাতীয় দল। বিএনপিকে স্মরণ করিয়ে দিতে চাই, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাকশালের চেয়ারম্যান বঙ্গবন্ধুর কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত দিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ দলে যোগ দিয়েছিলেন। যেই দলে তাদের চেয়ারম্যান যোগ দিয়েছেন। সেই দলকে কটাক্ষ করার কোনো অধিকার বিএনপির নেই।’
এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ আরও অনেকে।
সারাবাংলা/আরআইআর/এনএস