Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ মিনারে এফবিসিসিআই’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০২

ঢাকা: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, আমিন হেলালি, সালাউদ্দিন আলমগীর ও হাবিবুল্লাহ ডন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে, নানান শ্রেণি-পেশা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনার। ফুলে ফুলে ভরে উঠছে শহিদ মিনারের বেদি। নেমেছে হাজারো জনতার ঢল নেমেছে। এদিন রাত সাড়ে ১২ টার পর থেকেই কেন্দ্রীয় শহিদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন করেন। এখন সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হচ্ছে কেন্দ্রীয় শহিদ মিনার। বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে এখন শ্রদ্ধা নিবেদন চলছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

এফবিসিসিআই শহিদ মিনার শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর