Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ু দূষণের দায়ে ১৭ যানবাহন ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৬

ফাইল ছবি

ঢাকা: পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১৭টি যানবাহনকে ৪১ হাজার ৯০০ টাকা এবং ছয় প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে রাজধানীর মানিক মিয়া এভিনিউ, উত্তরা, যাত্রাবাড়ী, বংশাল ও খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ু দূষণের দায়ে ঢাকার উত্তরা এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ছয় হাজার টাকা, খিলগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে মোট ১৫ হাজার টাকা এবং বংশাল এলাকায় দুটি প্রতিষ্ঠান থেকে ১৩ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

বিজ্ঞাপন

যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষণের দায়ে যাত্রাবাড়ী এলাকায় ছয়টি যানবাহন থেকে মোট ১৫ হাজার টাকা এবং মানিকমিয়া এভিনিউ এলাকায় ১১টি যানবাহন থেকে ২৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/জেআর/পিটিএম

জরিমানা বায়ুদূষণ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর