সুপ্রিমকোর্টে ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সম্পন্ন
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০৮ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০
ঢাকা: সাবেক মন্ত্রী, সুপ্রমিকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রমিকোর্টে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তার জানাজা সুপ্রিম কোর্টের ইনার গার্টেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজউদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল, সাবেক সম্পাদক এএম মাহবুব উদ্দিন খোকনসহ বিপুল সংখ্যক আইনজীবী জানাজায় অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
জানাজা শেষে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে নাজমুল হুদার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
ঢাকার দোহারের শাহীনপুকুরের নিজ বাড়িতে শেষ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নির্বাচন কমিশন (ইসি) থেকে সবশেষ নিবন্ধিত রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপি’ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন তিনি। ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন তিনি।
এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়েন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল করেন। সর্বশেষ গত সপ্তাহে তার প্রতিষ্ঠিত তৃণমূল বিএনপি উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়।
আরও পড়ুন: নাজমুল হুদা মারা গেছেন
সারাবাংলা/কেআইএফ/ইআ