গুলশানে আগুনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৫
ঢাকা: গুলশানের আগুনের ঘটনায় আরও দু’জন বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এছাড়া গতকাল রাতে শামা রহমান সিনহা (৩৭) নামে এক নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তার শরীরে সামান্য দগ্ধ ও গুরুতর আঘাত রয়েছে।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি আরও দু’জন হলেন- মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।
সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুই পুরুষ এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরে কোনো বার্ন না থাকলেও শ্বাসনালী বার্ন থাকতে পারে। এর আগে শামা রহমান সিনহা (৩৭) নামে এক নারীকে নিয়ে আসা হয়েছিল।’
গুলশানে অগ্নিকাণ্ডে নিহত ১
সামন্ত লাল সেন বলেন, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মোট তিনজন ভর্তি আছে। এর মধ্যে শামা রহমান নামে ওই নারী আইসিইউতে আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত না। তার শ্বাসনালী পুড়েছে ও লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর বারোটায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে।’
আহত শামা রহমান সিনহার স্বামী ফাহিম সিনহা। ফাহিম একমি গ্রুপের পরিচালক, এছাড়া জাতীয় ক্রিকেট বোর্ড ও আবাহনী ক্রিকেট একাডেমির পরিচালকের দায়িত্বে রয়েছেন।
অন্যদিকে, আহত মুসা শিকদার গাড়ি চালক এবং আহত রওশন আলী পিয়ন। প্রচণ্ড ধোয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
গুলশানের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিসের ডিজি
গুলশানে আগুনের ঘটনায় তদন্ত কমিটি, মামলা নেবে পুলিশ
সারাবাংলা/এসএসআর/এমও