প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ, আগুন নিয়ন্ত্রণে বিমান ও সেনাবাহিনী
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১৫
ঢাকা: রাজধানীল গুলশান-২ এলাকায় মানারাত স্কুলের পাশের ১২ তলা ভভনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একে একে ১৯ ইউনিট যুক্ত হয়। তারপরও আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। এক পর্যায়ে গুলশান লেক থেকে ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের গাড়িতে করে পানি সরবরাহ করা হয়। এরপরও এক পর্যায়ে ভবনে আটকে পড়াদের অনেকেই লাফ দেন। এতে অন্তত চারজন গুরুতর আহত হন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবদুল আহাদ সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আটকে পড়াদের বাঁচাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি একে একে বিমান বাহিনী, সেনাবাহিনী, আনসার ও পুলিশসহ আরও বেশ কয়েকটি সংস্থা কাজ করেন। এরপরেও অনেকে প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ দেন। এতে তারা আহত হন। আহতদের আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’
ডিসি বলেন, ‘একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সেখানে তার মৃত্যু হয়।’
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। এদিকে, ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ঘটনাস্থলে মোতায়েন রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। এছাড়া, খবর পেয়ে অগ্নিকাণ্ডস্থলে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সারাবাংলা/ইউজে/পিটিএম