গুলশানে অগ্নিকাণ্ডে নিহত ১
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪১
ঢাকা: রাজধানীর গুলশানে ভয়াবহ আগুনের ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত দশটার দিকে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
মৃত যুবককে ঢামেকে নিয়ে আসা বনানী ক্লিনিকের কাস্টমার কেয়ার ইনচার্জ আশিস বিশ্বাস জানান, আগুনের খবর শুনে তাদের ক্লিনিক থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। সেখানে পৌঁছলে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যাকেটভরা মৃতদেহটি হাসপাতালে উদ্দেশে পাঠিয়ে দেন। নিহতের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই যুবকের মৃতদেহে পোড়া চিহ্ন নেই। আগুনের ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে এদিন রাত ৭টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত স্কুলের পাশের ১২ তলা ভবনের ছয় তলায় আগুন লাগে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম