Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় তানজিনা ইসলামের কবিতার বই প্রজাপতি মন

সারাবাংলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৬

ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৩-এ প্রকাশিত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) তানজিনা ইসলামের কবিতার বই ‘প্রজাপতি মন’। প্রকাশনী বিশ্বসাহিত্য ভবনের প্যাভিলিয়নে গত ১২ ফেব্রুয়ারি অনাড়ম্বর এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেম, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প অডিট অধিদফতরের সাবেক মহাপরিচালক জিনাত খান। এ ছাড়া সুপ্রিম কোর্টের সিএএফও শ্যামলী রাণী রায়, তথ্য মন্ত্রণালয়ের সিএএফও হাসিনুর রহমান, রাষ্ট্রপতির কার্যালয়ের সিএএফও কে বি এম আশফাকুর রহমান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিএএফও মো. রাশেদুল ইসলাম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিএএফও কাজী কাইয়ুম হোসেন, জাতীয় সংসদ সচিবালয়ের সিএএফও এ টি এম মাহফুজার রহমান, ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, রুপালি ব্যাংক কেন্দ্রীয় শাখার প্রিন্সিপাল অফিসার আখতার হামিদ জেরিন, প্রকাশক তোফাজ্জল হোসেন এবং কবির বন্ধু-সহকর্মী-স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

‘প্রজাপতি মন’ বইয়ে স্থান পেয়েছে ৫৪টি কবিতা। বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের ১৭ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মুদ্রিত দাম ২৫০ টাকা।

তানজিনা ইসলাম বলেন, ‘যাপিত জীবন, প্রকৃতি ও পরিবেশ এবং জীবনবোধের বিভিন্ন অনুষঙ্গ উঠে এসেছে আমার কবিতাগুলোয়। আশা করি পাঠকরা কবিতাগুলোর সঙ্গে নিজেদের জীবনকে মেলাতে পারবেন।’

সারাবাংলা/একে

অমর একুশে বইমেলা বইমেলা ২০২৩

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর