Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিব চতুর্দশীর মেলা: চন্দ্রনাথ পাহাড়ে ‘অসুস্থ’ ২১০৭

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৮

চন্দ্রনাথ পাহাড়

চট্টগ্রাম ব্যুরো: শিব চতুর্দশী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘চন্দ্রনাথ পাহাড়ে’ ওঠানামার সময় গত তিনদিনে অসুস্থ হয়ে ২ হাজার ১০৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২০০ ফুট উঁচু এই পাহাড় থেকে নামার সময় গত দুইদিনে অন্তত ১৪ জন আহত হয়েছেন।

শিবপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে খ্যাত সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শিব চতুর্দশী মেলা শুরু হয়। চারদিনের মেলার তৃতীয় দিনে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত আহত হয়ে ১০ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন— সুশান্তি রানি দাশ, শিল্পী সেন, চমক দেব, কমল কর্মকার, মৃদুল কান্তি দে ও তার স্ত্রী অপর্ণা কান্তি দে, ননী গোপাল, অর্ণব সাহা, অমিত এবং সাবিত্রী। তারা দেশের বিভিন্ন জেলা থেকে চন্দ্রনাথ ধামে মেলায় এসেছিলেন।

শনিবার আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আহমেদ। তিনি সারাবাংলাকে বলেন, ‘আহত মানে তেমন গুরুতর কিছু নয়। কেউ বয়সের কারণে সিঁড়ি ভেঙে নামতে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন। কেউ অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে গিয়ে সামান্য আহত হয়েছেন। তবে হুড়োহুড়িতে কিংবা ভিড়ের চাপে পদদলিত হয়ে কেউ আহত হয়েছেন সেরকম কিছু হয়নি।’

এদিকে শুক্রবার ভোরে মেলা শুরুর পর থেকে রোববার বিকেল তিনটা পর্যন্ত চন্দ্রনাথ পাহাড়ে সরকারিভাবে স্থাপিত অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলিয়ে ২ হাজার ১০৭ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

‘ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে কেউ বমি করছিল, গরমের কারণে কারও মাথা ঘুরছিল, কারও শরীর ব্যাথা— এরকম অসুস্থ সবাই। গুরুতর কিছু নয়। কেউ পেইন কিলার নিয়েছেন, কাউকে ওরস্যালাইন কিংবা প্যারাসিটামল দেওয়া হয়েছে। এত উঁচু পাহাড়ে ওঠানামার সময় এ ধরনের অসুস্থবোধ করা খুবই স্বাভাবিক বিষয়। এছাড়া যারা এসেছেন, তাদের অধিকাংশই বয়স্ক, স্বাভাবিকভাবেই তাদের একটু খারাপ লাগতে পারে’— বলে ডা. নুর আহমেদ।

বিজ্ঞাপন

সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর শিব চতুর্দশীর মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে পূণ্যার্থীরা আসেন। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে তিনদিন ধরে চলে মেলা, এবার অবশ্য একদিন বাড়ানো হয়েছে। পূণ্যলাভের আশায় শিবপূজার রাতে ১ হাজার ২০০ ফুট খাঁড়া পাহাড় পাড়ি দিয়ে অনেকে চন্দ্রনাথ ধামে গিয়ে শিবের মাথায় জল ঢালেন।

তীর্থযাত্রীদের সেবদানকারী স্বেচ্ছাসেবক বলরাম চক্রবর্তী সারাবাংলাকে জানান, শনিবার সন্ধ্যায় শিব চতুর্দশী তিথি শুরুর পর চন্দ্রনাথ পাহাড়ে তীর্থযাত্রীর ঢল নামে। অতিরিক্ত চাপের কারণে শনিবার রাতে মেলা কমিটি পাহাড়ে ওঠার মূল সিঁড়িপথ কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। এতে জটলা তৈরি হয়।

রোববার ভোরে ইকোপার্কের দিকে বিকল্প সিঁড়ি খুলে দেওয়া হয়। তখন রাতভর ভোগান্তিতে পড়া তীর্থযাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। অনেকে অসুস্থ হয়ে পড়েন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ সারাবাংলাকে বলেন, ‘প্রতিবছর শিব চতুর্দশী মেলায় প্রায় ১০ লাখ মানুষ হয়। এবার তার চেয়েও বেশি মানুষ হয়েছে। এত ভিড় হয়েছে, চাপের মধ্যে কেউ কেউ সামান্য অসুস্থ হয়েছেন। কিন্তু ভিড়ের চাপে কেউ আহত কিংবা পদদলিত এমন বড় কিছু হয়নি। শনিবার রাত থেকে আজ (রোববার) ভোর পর্যন্ত ভিড় বেশি ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

শিব চতুর্দশীর মেলা সোমবারও চলবে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/আরডি/এনএস

চন্দ্রনাথ পাহাড় শিব চতুর্দশীর মেলা শিব মেলা সীতাকুণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর