Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসে ভিক্ষা করতে উঠে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০৯

ঢাকা: রাজধানীর পল্টনে চলন্ত বাসে ভিক্ষা করতে উঠে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৭৫ বছর।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পল্টন মোড়ে বাস থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ প্রেস ক্লাবের বিপরীত পাশ থেকে গুলিস্তানগামী মিডলাইন নামে একটি বাসে উঠেন ভিক্ষা করতে। পল্টন মোড়ে এলে বাসের ভিতরেই তিনি অচেতন অবস্থায় পরে যান। বাসের ভেতর থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

এসআই আরও জানান, ওই বৃদ্ধ বাসে বাসে ভিক্ষা করতেন। আজকেও ভিক্ষা করতেই তিনি ওই বাসে উঠেন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

বৃদ্ধের মৃত্যু ভিক্ষুক

বিজ্ঞাপন

নারায়নগঞ্জসহ ৩ জেলায় নতুন ডিসি
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৫০

টি-২০তে সবার আগে ৮ হাজারে তামিম
৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর