Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপির ২ দিনের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩৩ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪৩

ঢাকা: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে, সকাল ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের যুগ্ম মহাসচিবরা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন।

এরপর ভোর সোয়া ৬টায় কালো ব্যাজ সহকারে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে যাত্রা এবং শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা ও কেন্দ্রীয় নেতারা ভাষা শহিদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-মিলনায়তন বিএনপির পক্ষ থেকে আলোচনা সভা আয়োজন করা হবে। দেশ বরেণ্য বুদ্ধিজীবী, ভাষা সৈনিক এবং বিএনপির শীর্ষ নেতারা উক্ত আলোচনা সভায় বক্তব্য দেবেন। আলোচনা সভা শুরুর আগে জাসাসের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কেন্দ্রের মতো সারাদেশে ২১ ফেব্রুয়ারি দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। ওই দিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করবে।

সারাবাংলা/এজেড/ইআ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিএনপির কর্মসূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর