‘মির্জা ফখরুলের কথা শুনে গাধা হাসে, হনুমানও ভেংচি কাটে’
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৬ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৪
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের জেরে দেওয়া প্রতিক্রিয়ায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলামের কথা শুনে শুধু মানুষ না, গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।’
রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে মির্জা ফখরুল এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘স্বাধীনতার পঞ্চাশ বছরে জনগণ গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা থেকে বঞ্চিত হচ্ছে।’ এর প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুলরা যখন এধরনের কথা বলে, যাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যিনি গণতন্ত্রকে হত্যা করে, বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে মির্জা ফখরুলদের একত্রিত করে দল গঠন করেছিলেন। সেই তারা যখন এধরনের কথা বলে তখন গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।’
‘কারণ এদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিলেন এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর অফিসার ও জওয়ানকে হত্যা করেছিল এবং আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই তারা যখন এধরনের কথা বলে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, আয়নায় নিজের চেহারাটা যেন তারা দেখেন’, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা অন্য অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণস্বরূপ উল্লেখ করে বলেন, ‘ভারতের দিকে তাকিয়ে দেখেন, কিভাবে কয়েকদিন ধরে কয়েকটি রিপোর্টের কারণে বিবিসির কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে। আমাদের দেশেও বিবিসি অনেক ভুল, অসত্য ও মিথ্যা রিপোর্ট করেছে কিন্তু বিবিসির কার্যালয়ে পুলিশও যায়নি, ট্যাক্স অফিসও যায়নি। বাংলাদেশে যেভাবে মত প্রকাশের স্বাধীনতা আছে তা অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ। কিন্তু অনেক ক্ষেত্রে নিজের দায়বদ্ধতা, আমরা চিন্তা করি না। উন্নত দেশে গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি নিজের দায়বদ্ধতা নিয়েও সচেতন থাকে। আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেটির অভাব আছে।’
‘দেশ নিউজে’র জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করবে। গণমাধ্যম শুধু বিনোদন দেবে না, বর্তমান যুগে মানুষ বস্তুবাদী হয়ে যাচ্ছে। সেখান থেকে মানুষকে ‘বস্তু’ হওয়া থেকে রক্ষা করতে সঠিক পথ প্রদর্শনের গণমাধ্যম সাহায্য করবে বলে আশা করি।”
সারাবাংলা/আরএফ/এমও