বান্দরবানে ইয়াবাসহ দম্পতি গ্রেফতার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৮
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৪ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৮
বান্দরবান: বান্দরবানের মেম্বার পাড়া থেকে ইয়াবাসহ নয়ন চৌধরী ও তার স্ত্রী বেবি চৌধুরীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।
রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে মেম্বার পাড়া থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-২ এর অধিনায়ক উপ-পরিদর্শক মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, ভোরে খবর পেয়ে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মেম্বার পাড়া থেকে নয়ন চৌধুরী ও তার স্ত্রী বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মাকে আটক করা হয়। পরে নয়ন চৌধুরীর কাছ থেকে ৩৫৫ ও বেবির কাছ থেকে ৫০ ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ