Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আগুনে পুড়ল ৬ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০৫

নোয়াখালী: সুবর্ণচর উপজেলায় আগুনে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাটে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. খলিল উল্লাহ বলেন, শনিবার বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে একটি কীটনাশক দোকান, একটি ক্রোকারিজ দোকান, একটি কোল্ডকর্নার দোকান, একটি কাপড়ের দোকানসহ ৬টি দোকান পুড়ে গেছে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ‘আকস্মিক অগ্নিকাণ্ডে আমার দোকানসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ৫ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।’

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সুবর্ণচর ফায়ার সার্ভিস স্ট্রেশনের সহকারী পরিচালক মো. নুরনবী বলেন, আগুন লাগার খবর শুনে একটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সারাবাংলা/এমও

আগুন নোয়াখালী বৈদ্যুতিক শর্ট সার্কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর