Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের জন্মবৃত্তান্ত ঘোষণার অধিকার ২১ শে ফেব্রুয়ারি দিয়েছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৬

ঢাকা: সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, মাতৃভাষা শুধু মধুমাখা তা না। যদি আমি আমাকে প্রকাশ না করতে পারি, আমার উচ্চারণই যদি বন্দি হয়ে থাকে, অন্ধকার প্রকোষ্ঠে কাঁদে তাহলে পৃথিবী আমাকে জানবে কীভাবে? সুতরাং পৃথিবীর কাছে আমার জন্মবৃত্তান্ত ঘোষণার যে অধিকার; এই অধিকার ২১ শে ফেব্রুয়ারি আমাদের দিয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) শাহবাগ জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে ‘মাতৃভাষায় উচ্চ শিক্ষার গুরুত্ব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ’শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন। শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপ-কমিটির চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য প্রফেসর আবদুল খালেকের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন দলের উপদেষ্টাপরিষদ সদস্য ও উপ-কমিটির কো-চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক হারুনুর রশিদ, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী,বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব শামসুন নাহার চাঁপা।

ভাষা আন্দোলন থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন প্রেক্ষাপট তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘পৃথিবীতে অনেক আন্দোলন হয়েছে। কিন্তু বাঙালিই বলতে পারে যে মুখের ভাষার জন্য বুকের রক্ত এই জাতি, এই দেশ দিয়েছে। এই গৌরব অন্য কারো নেই। তবে পরে নাম উচ্চারিত হবে। কিন্তু প্রথম নামটা উচ্চারিত হবে বাঙালির তথা বাংলা ভাষাভাষি যারা এই ভূখণ্ডে আছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সুতরাং সেই বঙ্গবন্ধুর মতো নেতা এবং তার কন্যার মতো নেতা পেয়েছি বলেই বারবার আঘাত আসা সত্ত্বেও আমরা কিন্তু পিছু হটিনি। আমরা এগিয়ে গেছি। এটাই হলো আমাদের ইতিহাস। এই ইতিহাসকে নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব।’

মতিয়া চৌধুরী বলেন, ‘মাতৃভাষা শুধু মধুমাখা তা না। আমি যদি আমাকে প্রকাশ না করতে পারি, আমার উচ্চারণই যদি বন্দি হয়ে থাকে, অন্ধকার প্রকোষ্ঠে কাঁদে তাহলে পৃথিবী আমাকে জানবে কিভাবে? সুতরাং পৃথিবীর কাছে আমার জন্ম বৃত্তান্ত ঘোষণার যে অধিকার; এই অধিকার ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে দিয়েছে এবং বিশ্বাস করি, মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গৌরবের যে পতাকা বিশ্বের বুকে উড়াবার জন্য যে সহায়তা করেছেন জাতির পিতার কন্যার মতোই তিনি কাজটি করেছেন। আমরা এই সুযোগকে যেন অবহেলায় না হারাই। আমাদের কিন্তু অবহেলা করারও একটা প্রবণতা আছে। যাহা পাই তাহা ভুল করে পাই যাহা চাই তাহা পাই না। এইটা অনেক সময় আমাদের ভিতেরে কাজ করে।’

তাই আমরা এই মাতৃভাষা দিবস, মাতৃভাষা ইনস্টিটিউট এবং বাংলার যে গৌরব; এই গৌরবে আমরা অন্য কাউকে অবহেলা করে নয়, আমরা কাউকে অবহেলা করব না। কিন্তু আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করব। দিনদিন এটিকে সমৃদ্ধ করো এবং ঐশ্বর্যময় করব। তাকে আরও সম্মানিত করব। আামদের কবি সাহিত্যিক লেখক চারণকবি যারা তাদের সবার নির্যাস নিয়ে আমাদের মাতৃভাষা বাংলা এগিয়ে যাবে এবং আরও সমৃদ্ধ হবে।’

সারাবাংলা/এনআর/একে

২১ শে ফেব্রুয়ারি টপ নিউজ ভাষা আন্দোলন মতিয়া চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর