Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ঘুরতে গিয়ে ছিনতাইকারীর হামলার শিকার শিক্ষার্থী

চবি করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষদের পেছনে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়ে এক শিক্ষার্থী দিনে-দুপুরে ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। শিক্ষার্থীদের কাছ থেকে পনের হাজার টাকা দামের একটি স্মার্টফোন ও দু’টি মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেলিটক পাহাড়ে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হলেন- বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মুহাম্মদ মুরসালিন সরকার।

বিজ্ঞাপন

মুরসালিন সরকার বলেন, ‘আমার বন্ধুকে নিয়ে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। এসময় ৩ জন লোক দেশীয় অস্ত্রসহ আমাদের ঘিরে। এক পর্যায়ে আমাকে দা দিয়ে কোপ দেওয়া হয়। পরে আমাদের থেকে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।’

চবি মেডিকেল সেন্টারের ডিউটি অফিসার ডা. শিমুল কুমার রুদ্র বলেন, ‘মেডিকেলে একজন চিকিৎসা নিতে এসেছেন। আঘাত তেমন গুরুতর নয়, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক বলেন, “ঝুঁকিপূর্ণ এলাকা হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা সাইনবোর্ড দেওয়া আছে। ওখানকার গার্ডরাও পাহাড়ে যেতে নিষেধ করেন। তারপরও শিক্ষার্থীরা টেলিটক পাহাড়ে ঘুরতে যায়। আমাদের নিরাপত্তা দফতরে লোকবলের সংকট রয়েছে। সে কারণে এতবড় ক্যাম্পাসের প্রতিটি জায়গায় নিরাপত্তা দিতে পারি না। যদিও এটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আমি সামনে লোকবল পেলে পাহাড়ের ওপরে দু’জন নিরাপত্তাকর্মী দেওয়ার চেষ্টা করব।”

সারাবাংলা/সিসি/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি মেডিকেল সেন্টার ছিনতাইকারী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর