Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবে ১ লাখ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮

ঝালকাঠি: ঝালকাঠিতে এক লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এই স্লোগানে সারাদেশের মতো ঝালকাঠিতেও শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

এ বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ছয় থেকে ১১ মাস বয়সী ১৩ হাজার শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮৭ হাজার শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সিভিল সার্জন এইচ. এম. জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, ঝালকাঠির চারটি উপজেলার ৩২টি ইউনিয়ন আর দু’টি পৌরসভায় একযোগে ৮২৪টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। এর বাইরেও জেলায় আরও ছয়টি ভ্রাম্যমান কেন্দ্র থাকবে।

এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে এক হাজার ৬৪৮ স্বাস্থ্যকর্মীসহ আরও ৩৬৬ জন মাঠকর্মী নিয়োজিত থাকবেন। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তারা।

সারাবাংলা/ইআ

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর