Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ, পরিবারের আহাজারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২৮

দিনাজপুর: হত্যার ১৯ ঘণ্টা পরও শাহাবুল হোসেন বাবু (২৩) নামের এক বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। হিলি সীমান্তে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ।

নিহত শাহাবুল হোসেন বাবু হাকিমপুর উপজেলা ধরন্দা ফকির পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। ওই যুবকের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, নিহতের দ্রুত মরদেহ হস্তান্তর করা হোক।

বিজ্ঞাপন

নিহত শাহাবুলের বাবা আবুল হোসেন বলেন, ‘আমি বাড়ির অদূরে কয়েকটি গোডাউন পাহারাদারের কাজ করি। শুক্রবার রাতে দুই রাউন্ড গুলির শব্দ শুনি। পরে এলাকাবাসী জানায়, আমার ছেলেকে নাকি বিএসএফকে সদস্যরা গুলি করে হত্যা করেছে। কাল রাত থেকে লাশের অপেক্ষায় আছি, এখনও তারা লাশ ফেরত দেয়নি।’

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিহত ওই যুবকের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙা টিনের ছাউনির ঘর। অসুস্থ বাবা ছেলের মরদেহের জন্য কান্না করছেন। পাশের বাড়িতে স্ত্রী আহাজারি করছে, আর চার বছরের শিশু সোহানা কিছু না বুঝেই আপন মনে খেলা করছে।

হাকিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ছায়েম বলেন, ‘ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের হাতে নিহত যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে।’

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘হিলি সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। উভয় দেশের সদস্যদের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: বিএসএফের গুলিতে ‘বাংলাদেশি’ নিহত

সারাবাংলা/এমও

আহাজারি টপ নিউজ দিনাজপুর বিএসএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর