‘শিক্ষা খাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়’
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৩ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬
শরীয়তপুর: পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়ন অতুলনীয়। অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ দানের ব্যবস্থা নিশ্চিত করেছেন সরকার।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) শরীয়তপুরের সখিপুর হাজী শরীয়তউল্যাহ কলেজ সখিপুর থানার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের আরও উন্নয়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্যে স্মার্ট নাগরিক গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে স্মার্ট করে গড়ে তোলা হচ্ছে। সরকারি নীতিমালায় সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপি ভুক্ত করা হয়েছে।’
ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি মো. হুমায়ুন কবির মোল্যার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন।
শিক্ষক সমাবেশে সখিপুর থানার সকল শিক্ষা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮৬৫ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইআ