বিএসএফের গুলিতে ‘বাংলাদেশি’ নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৯ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৪
দিনাজপুর: দিনাজপুরের হিলি সীমান্তে ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল ইসলাম বাবু (২৪) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/২৫ এস পিলার সংলগ্ন ভারত অভ্যন্তরে কুন্ডুপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত সাহাবুল হোসেন (২৪) হাকিমপুর উপজেলার ফকিরপাড়া ধরন্দা এলাকার আবুল হোসেন মণ্ডলের ছেলে। হাকিমপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, ‘হিলি সীমান্তের ভারতীয় অভ্যান্তরে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
সারাবাংলা/একে