Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি ভালো নয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪২

দিনাজপুরে এম. আব্দুর রহিম হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ছবি: সারাবাংলা

দিনাজপুর: দেশের অনেক হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি খুব ভালো নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আগামীতে বিদেশিরাও চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশে আসবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করেছেন বাংলাদেশের একটি মানুষও যেন বিদেশে গিয়ে চিকিৎসা না নেন। সেই দিন বেশি দূরে নয়, যে দিন বাইরের দেশের মানুষ চিকিৎসা নিতে বাংলাদেশে আসবেন। প্রধানমন্ত্রীর আশা পূরণ করতে পারবেন দেশের চিকিৎসক ও নার্সসহ সকলে। তবে তাদের উপস্থিতি শতভাগ করতে হবে। কারণ অনেক হাসপাতালে চিকিৎসক ও নার্সদের উপস্থিতি খুব ভালো নয়।’

হাসপাতালের নষ্ট মেশিনের বিষয়ে তিনি বলেন, ‘দেশের সব হাসপাতালে হাজার হাজার কোটি টাকা দামের মেশিন রয়েছে। সেগুলো ব্যবহার করলে নষ্ট তো হবেই। কিন্তু নষ্ট হলেও সেগুলো মেরামত করে কাজে লাগাতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মন জয় করতে চায়। সেবা দিয়ে মন জয় করতে চায়। বাংলাদেশে আগে এতো মেডিকেল কলেজ হাসপাতাল ছিল না। মাত্র ৮টা মেডিকেল কলেজ ছিল। এখন সরকারিভাবেই মেডিকেল কলেজ রয়েছে ৩৭টি। আর বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৭০টি। দেশে অনেক ইনস্টিটিউট হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও প্রতিটি জেলা শহরে একটি করে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর মধ্যে অনেক জেলায় মেডিকেল কলেজ হয়ে গেছে। আর কিছু জেলায় বাকি রয়েছে, সেগুলোও স্থাপন করা হবে। ৮টি বিভাগীয় শহরের মধ্যে ৫টিতে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন। সভার পূর্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এর আগে, সকালে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

সারাবাংলা/এনএস

দিনাজপুর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর