‘তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাবে বাংলাদেশ’
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২২ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৪
সিলেট: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকা বিনির্মাণে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। তুরস্কের সঙ্গে আলোচনায় বাড়িঘর পুনর্নিমাণে শ্রমিক পাঠানোর আগ্রহের কথা জানিয়েছি। তারা বলছে বিষয়টি দেখছে।’
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভূমিকম্প পরবর্তী বাংলাদেশি উদ্ধারকারী দল পাঠানোয় তুরস্ক প্রশংসা করেছে। যথাসময়ে উদ্ধারকারীদল সেখানে পৌঁছেছে।’
এর আগে, সিলেট নগরীর জিন্দাবাজারে একটি হোটেলের হলরুমে আয়োজিত মিডিয়া ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. এমদাদুল হক তালুকদার।
সারাবাংলা/এমও